এই দুর্দিনে—
সুদিনের কথা ভেবে
অনেকেই কেঁদে যাচ্ছে,
সুদিন তুমি আসবে কবে?
বৃক্ষের নেই হাসি
পাখির নেই ভালোবাসা— বাসি
জমিনের নেই আনন্দ রাশি রাশি,
সুদিন তুমি আসবে কবে?
ব্যস্ত নগরী থমকে আছে
রক্তে পথ 'জীবন ঝরে গেছে
রংধনুর নেই রং,
সুদিন তুমি আসবে কবে?
এখন শুনি না গান
এখন লিখি না কবিতা
এখন আঁকি না ছবি,
সুদিন তুমি আসবে কবে?
এখন আর ভাতে মরি না
এখন আর পানিতে ডুবি না
এখন আমি মরে যাচ্ছি—
পেয়ে তীব্র যন্ত্রণা।
এই যন্ত্রণা ভাই হারানোর
এই যন্ত্রণা বোন লাঞ্চিত হওয়ার
এই যন্ত্রণা তোমার— আমার,
সুদিন তুমি আসবে কবে?
এখন বলতে ইচ্ছে হয়
আমার সেই পুরোনো কথা
'একদিন সুদিন আসিয়া দেখিবে আমি নাই।'
তবে কি সেদিন জেনেছিলাম পাবো ব্যথা!
এটাও বলেছিলাম
'রাণীর দেশে রাজারা সব প্রজা!'
তাই বোবা হয়ে হাঁটছি সবাই—
যে যার মতো সোজা!
হায়রে সুদিন
'জনসংখ্যা বাড়লো ঠিকই মানুষ বাড়লো না!'
এটাও লিখেছিলাম পেয়ে যাতনা,
সুদিন তুমি আসবে কবে?
সুদিন সুদিন 'ও— সুদিন
তোমাকে বলি
যদি আসো ফিরে বাঁচবে অসহায় জাতি,
সুদিন তুমি আসবে কবে?