আকাশে মেঘ, কিছুক্ষণ পর বৃষ্টি হবে
তুমি ভিজবে নিয়ে মানুষ
আর আমি ভিজবো হারিয়ে প্রিয় মানুষ,
তুমিও ভিজবে আমিও ভিজবো
তুমি ভিজবে মনের সুখে
আর আমি ভিজবো মনের দুঃখে,
এই তো কিছুক্ষণ পরে
আকাশে মেঘ বৃষ্টি হবে।