তুমি এখন আর আকাশের ছবি পাঠাও না,
তুমি এখন আর নদীর ছবি পাঠাও না,
তুমি এখন আর ফুলের ছবি পাঠাও না,
তুমি এখন আর জিজ্ঞেস করো না কেমন আছি,
আমি বুঝতে পেরেছি আমার প্রয়োজন তোমার কাছে শেষ!
নইলে তোমার তোলা আকাশের ছবি পাঠাতে,
নইলে তোমার তোলা নদীর ছবি পাঠাতে,
নইলে তোমার তোলা ফুলের ছবি পাঠাতে,
জিজ্ঞেস করতে কেমন আছি, ভালো আছি কিনা।
কেউ অবহেলা করলে টের পাওয়া যায়,
মন আছে, রক্ত আছে, তোমার মতো আমারও—
মাটির এই দেহ, দুঃখ বেদনা তো থাকবেই!
অবহেলা সইতে পারি না, নিজেকে বড্ড অসহায় লাগে।
গ্রামের দৃশ্য দেখতে ভীষণ অপেক্ষায় থাকি,
আমি চেয়ে থাকি কখন দেখবো—
তোমার চোখ দিয়ে গ্রামবাংলার মাটি ও মানুষকে,
আমি তাদের মতো সহজ হতে চাই, বাসতে চাই ভালো তোমাকে,
আত্মার আত্মীয় হও, অবহেলার পাত্র বানিও না আমায়।
সবচে কঠিন মানুষের জীবন, মানুষের মন
আমি সে জীবনটাকে সহজ করতে চাই— তোমাকে ভালোবেসে,
মন হোক ভালোবাসায় শুদ্ধ, পবিত্র প্রেমের কসম
এই আত্মা শুধু তোমাকেই খুঁজে, বন্ধু তুমি বিহীন আত্মা মৃত।