বাংলা কবিতা ডটকম আসরের আরও এক শ্রদ্ধেয় কবি আর্যতীর্থ মহাশয় সাক্ষাৎকার দিলেন, তাঁর কর্ম জীবনের পাশাপাশি সাহিত্য সেবা সম্পর্কে। "শতদল সাহিত্য-সংস্কৃতি চর্চা কেন্দ্র" থেকে সাক্ষাৎকারটি গ্রহণ করা হলেও এই আসরের কথা আমি ও আমরা কেউই ভুলতে পারবো না। বলাবাহুল্য বাংলা কবিতা ডটকমের কথা বার বার উঠে এসেছে এখানেও। আলাপনে ছিলাম আমি এবং কবি সমীর প্রামাণিক মহাশয় সাথে চিত্র গ্রহণে ছিলেন কবি অনন্ত গোস্বামী মহাশয়। তবে রেস্তোরাঁর কম আলোতে ও অতিরিক্ত শব্দের মধ্যেই সাক্ষাৎকারটি নিতে হল, ওনার বাড়িতে নিরিবিলি করা গেলো না - ওনার বিশেষ একটি (গুরুতরো) অসুবিধা থাকায়। একটু কষ্ট করেই শোনার অনুরোধ রাখলাম, সেজন্য আগে থেকেই দন্ডবৎ। আর সেটিই আপনাদের কাছে রাখলাম দেখা ও শোনার জন্য।
আলোচনাটি ১০৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৪/১০/২০১৯, ০৩:২৯ মি: