হাত না হয় নাইবা বাড়াই
ঠোঁটের কোণে হাসির দেখা,
চোখের পরশ বুকের লাজ
শরীরে আমার তাপের রেখা।
বুকের জ্বালা বুকে রাখি
উদাস চোখে তোমার বাস
গোলাপ কাঁটায় ভরে যদি
মিলন, ফেব্রুয়ারী মাস!
ছায়ায়-মায়ায় তোমার প্রেমে
সন্ধ্যা-সকাল তোমার নামে,
উনিশ-বাইশ খেয়ালিসীমা
বারুদ জ্বালায় সাথীর বামে।
ঠোঁটের কামড় গোলাপ ফুলে
উড়িয়ে ওড়না জাগাও প্রেম
শরীর চিহ্ন আঁকলো যখন
তখন, ভ্যালেন্টাইন ফ্রেম।