হঁ বাবু, আমি পরাণ দোলুই
গাঁ অছি বামুনমুড়া আগে দোলুই পাড়া,
খেত-খামারে কাম করি
তা বাদে যখন যেটা পাই
সব করি গো,
গায়ে গতরে খেটে দুটো'টেকা পাই
কাম শেষে ঘর যাই, হাঁড়িয়া খাই
বৌ-বাচ্চার লগে খাবার-খেলনা
আর বুড়া মা'য়ের লগে তামাক পাতা
কিছু ভুলি নাই গো।

মাঝে মধ্যে গায়ে ব্যথা হয়, জ্বর আসে
কামাই হয় না, ভুখা থাকি সক্কলে;
ওষুধ কেনার পয়সা কুথা পাই
ঝাড়-ফুঁক লিয়ে দিন গুজরান।
পাখির কোলের ছেলেট মরে গেল
তিন দিনের জ্বরে ভুগে,
আমি শালা বাপ, কপাল ফাটাই
গেলম গেরাম প্রধানের দরজায়
তা বাবু, গরীব বলে খেদিয়ে দিল গো।

লোকে বলল, যা শহরে চলে যা
ওখানে তোদের জন্য মন্ত্রণালয় আছে
একটা হিল্লে  হয়ে যাবেই যাবে।
সংসদে আর বিধানসভায় সিট আছে
অনেক পরিযজনা অনেক কর্জ পাবি।

বাবু, মুরা আদিবাসী অছি বটে
কাম চোর লই গো, কাম চোর লই,
তুমরা মুদের জন্য একটা কাম করবে
ভিখ্ লয় বাবু, কাম কইরতে হলে করবো
কিন্তু বাবু, কিভাবে কুথায় গেলে
কার কাছে গেলে মিলবে এসব,
কিভাবে মিলবে রাষ্ট্রপতির অনুমোদন
কেমন করে মিলবে বিকাশপত্র!