যারে দেখতে নারী
তার চলন বাঁকা,
বলি কথায় কাব্য
বলে সবই ফাঁকা!
ছবি আঁকার রঙ
কথা বলার ঢঙ,
যেন বাহারি আলো
নয় মজার সঙ।
বাঁকা পথের দেশে
চলে মানুষে হেসে,
সোজা পথের শেষে
পাই মুখোশ বেশে।
দুলতে নেই মানা
মন মানে না যেথা,
টাকা আসল কথা
সাথী মিলবে সেথা।
দেখা অদেখা সব
আসে আবেশ মেখে,
চেনা অচেনা হয়
পিরিত করে চেখে।
হাতে গরম রুটি
পাতে নিয়েই বুঝি,
আমি হলাম ভুষি
নুন বিহীন সুজি!