সোনা রোদ ঝলমলে
ছুটে চলি দলে দলে
হাসব
খেলব
খুশি মনে বাহুবলে।
ফুল ফোটে শাখে শাখে
মেঠো পথ দূরে বাঁকে
জানব
দেখব
তুমি আমি দিনে-রাতে।
ঢেউ ওঠে ছল্ ছল্
এঁকেবেঁকে কল্ কল্
ভাসব
জানব
তারই মাঝে উজ্জ্বল।
সুরে সুরে বায়ু বয়
গানে গানে কথা হয়
সাধব
গাইব
প্রাণে প্রাণ ভরে রয়।