এইতো এখনই সময়
এসো ডুব সাঁতার দিই,
একপারে তুমি অন্যপারে আমি
ডুব দিয়েই দেখা যাক না
ধরতে পারি কি না পরস্পর।
যতবারই চেষ্টা করেছি
ততবারই ব্যর্থ হয়েছি
ব্যর্থ হয়েছি সাঁতার কাটতে
তাই ডুব সাঁতারে কাজ কি!
এসো তাহলে নিজেকে ভাসাই
ঢেউয়ের অনুকূল স্রোতে,
প্রতিকূলতার প্রতিপদে বাঁধা
উজান গাঙের তরী বাওয়া
রাজার ইচ্ছায় গীত গাওয়া!