ছুঁই ছুঁই ছুটোছুটি খেলাধূলা
লুকোচুরি খেলা ভাই,
সবকিছু ঠিকঠাক বোঝা চাই
হার জিৎ ভয় নাই।
সারাবেলা যতদূর পথ চলা
পথপানে জানাশোনা,
কাজ শেষে সেই ঘরে ফেরা
কতশত স্বপ্ন বোনা।
খেলা যদি হেরে যাই ক্ষতি কিবা
ভাঙাগড়া রোজ রোজ,
ছল করে যদি বাঁধে মায়াডোর
সাথি তুমি করো খোঁজ!