সকাল থেকে বৃষ্টি
অবিরাম অঝোর ধারায়
সকাল গড়িয়ে দুপুর
দুপুর গিয়ে সন্ধ্যা নেমেছে
তবুও বৃষ্টির বিরাম নেই।
ভরসা করেছিলাম তুমি আসবে
একবার আমার নাম ধরে ডাকবে
ভালবাসার এই জলসা ঘরে।
তখন কি আর জানতাম -
তুমি এক উদাসী হাওয়া
তুমি বৃষ্টি, তুমিই নারী
কাঁদাতে পারো, ভাসাতে পারো
সৃষ্টির যন্ত্রণা সহ্য করতেও পারো।
তাইতো তোমারই অপেক্ষায়
আলালের ঘরে দুলাল আজও!