তুমি আসতে চাইলে ফিরে এসো
ফিরে এসো তালবন পেরিয়ে
রায় বাবুদের সর্ষে খেত ধরে
বোসদের পূজা মন্ডব ছুঁয়ে
গয়লা পাড়ার সাঁকো ডিঙিয়ে
সোজা পাকারাস্তা হয়ে সিঁথির মোড়ে।
তুমি আসতে চাইলে তেমনি এসো
রাঙা ডুরে শাড়ি জড়িয়ে
খোঁপায় গুঁজে কদম ফুলে,
পাঁচরঙা ঝলমলে কাঁচের চুড়িতে
হরিণ চোখে কাজল টেনে
নুপুর পায়ে লক্ষ্মী সাজে সেজে।
তুমি ঠিক আগের মতই বেণী দুলিয়ে
বকুল ফলের মালা গেঁথে নিয়ে এসো
নিয়ে এসো পাটিসাপটা পিঠেপুলি,
সাথে কামরাঙা আর টোকো কুল
ঢেঁকিছেটা গন্ধ চালের ক্ষীর-পায়েস
ছেঁচা পান এনো কলাপাতায় মুড়ে।
দেরি যদি হয় হোক, তবু তুমি এসো
ফিরে যাবো তোমার সাথে মধুপুরে
থাকব না আর কোলাহলে শহর বুকে,
সুলভ প্রেমের গন্ধ থেকে মুক্তি নিয়ে
অপেক্ষাতে থাকব বসে দিঘির পাড়ে
ভালোবেসে রাখব ধরে দু'জন দু'জনেরে।