আমি বারবার ফিরে আসব
প্রতিবারই আলাদা আলাদা সত্তায়।

আমি কথা বলব তোমাদের সাথে
কথা বলব গরম টিমেকারের সাথে
কথা বলব করাত-কাস্তের সাথে
কথা বলব পান্তা ভাতের সাথে
কথা বলব নিংড়ানো গামছার সাথে
আর কথা বলব শত্রুদের সাথে।

আমার চোখ যদি কখনও শুকিয়ে ওঠে
সত্য-ধর্ম-পবিত্রতার ফোঁটায় নেব ভিজিয়ে ,
পাল্লাহীন জানালার আতঙ্কিত বাতাস
যদি আমার শ্বাসরোধ করতে চায়ও
আমি মহানন্দে উত্তোলন করব পতাকা,
ততক্ষণ আত্মবিশ্বাসের আঘাতে আঘাতে
তোমাদের নামগুলো হয়ে যাবে স্থির জীবন।

আমি ও আমার জীবন নিঃসঙ্গ স্বাক্ষরে
তোমাদের কন্ঠে রেখে যাব আমার নাম
জানি, সম্মানের পথ অতিক্রম করাই জীবন।