সপ্তশব্দক কবিতা
//পরিহাস//
ভুয়ো খেলা খেলতে খেলতে
জ্বলছে দেখি বঙ্গবাতি,
গাছে কাঁঠাল গোঁফে তেল
অপেক্ষায় কাটছে রাতি।
//প্রত্যাশা//
আসবে কবে সুদিন ভাই
স্বচ্ছ হবে ভারতবাসী?
সুরক্ষিত কি থাকবে দেশ
শ্রমিক এবং চাষী!
//প্রথিত//
নিজের ভোট নিজে দিন
অন্যের কথায় নয়,
কথায় কাজে দেখিয়ে দিয়ে
আমরা করবো জয়।
//প্রত্যয়//
দেব ভোট বিচার করে
সজাগ থেকো জনগণ --
বাঁচতে হলে চাই অধিকার
স্বদেশ রক্ষার পণ।