পূর্ণিমারই চাঁদের আলোয়, ভেজে তাজমহল -
রমজানেরই চাঁদনী, তুলশীথানে শঙ্খ-মাদল।

ধর্ম রক্ষায় শিক্ষা নিই, হাদিস-কোরান-গীতা
সাথে রাখি ত্রিপিটক-বাইবেল, দীনের মিতা।

মন্দিরেতে বাজছে ঘন্টা, মসজিদে নমাজ
একই সাথে গির্জা হতে ক্ষমার বানীরাজ।

মুখে বলি আল্লাহ-ঈশ্বর-গড্, সকলই যে এক
কথায়-কাজে মিলব সবে, বজ্জাতি দূরে যাক।

এসো মাতি উৎসবে, শারদীয়া-ঈদ-বড়দিন বন্ধনে
মিলন মন্ত্রে ফুটুক হাজার ফুল, খুশির স্বদেশ নন্দনে।

.......
*** আগামী আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব ২০২৪-এর জন্য।