(লিমেরিক)

ঢালো ঢালো জল ঢালো মহেশ্বরের মাথে
শুধুই বেলপাতা আর ভক্তি রাখো সাথে,
দাও সবে জয়ধ্বনি
দূর হবে দুষ্ট শনি
করুণাময় দেবে আশিষ প্রসাদ প্রাঃতে।