(প্রয়াত শিক্ষক নিখিল রঞ্জন গায়েন মহাশয়ের প্রতি)
তুমি গুরু, তুমি শাসন, তুমিই নিত্য-নবীন
তোমার স্পর্শ শিক্ষার আলোতে উজ্জ্বল
সুন্দরের মহিমায় স্হাপিত জ্ঞানের পাদপীঠ
তুমি প্রত্যুষ, তুমি সৃষ্টি, তুমিই নমস্য প্রবীণ।
অস্তগামী সূর্য রেখে গেছে অমৃত বাণী
আনন্দিত প্রাণ অমরতায় হল আসীন
অনাদি সৃষ্টির অযুত উর্বর দিন ও রাত্রি
মহৎপ্রাণ সুভাষিত প্রসন্ন পরিচয় মানি।
প্রণতি গ্রহণ করো হে আচার্য
চিরপরিচিত জনতার সভা হতে
মৃত্যুঞ্জয় রূপে জীবনের বেদীমূলে
সুধাংশু তুমি, দাও তব ঔদার্য।
............. X.............
মৃত্যু : 28.02.2024