মাটি নরম হলে সুবিধা খুঁড়ে রাখতে
চরিত্রে দোষ থাকলে অসুবিধা ঢাকতে,
পাথর ক্ষয়ে গেলে নাম যায় মুছে
হৃদয় মরে গেলে প্রেম যাবে ঘুচে।
তাই মাটি আঁকড়ে পড়ে থাকা অর্থহীন
দোষ প্রকাশ পাবেই মেনে রাত-দিন,
আঘাতে আঘাতে জীবন জীবাশ্ম
দুঃখ ছাড়া সুখ তাই অসাধ্য।