আমরা প্রত্যেকেই আলাদা স্টেশনে
কিন্তু আমাদের গন্তব্য জংশন
অবশেষে ট্রেন এলো জংশনে,
তখন সবাই সবাইকে ছাড়িয়ে
আবার আলাদা আলাদা আগেরমত।
গান-গল্প-উপন্যাস নয়, জীবন
যে জীবনে শুধু বহমান নদী -
জোয়ার-ভাটার টানে যাওয়া-আসা।
কিছু কালো ধোঁয়া কিছু উন্মুখ মুখ
কিছু সংশয় কিছু খেয়ালীপনা,
ঘরে ফেরার সময় প্রত্যেকে বড় একা
পরিবার-পরিজন বন্ধু-বান্ধব নিরবতা পালনে।
ত্যাগব্রত জীবন জীবনের জন্য
সবাই জানি, কিন্তু মানি ক'জন!