আমাকে যত খুশি পোড়াও
আমিতো পুড়তে রাজি,
তোমাদের মরণ ফাঁদ জেনো
যখন ফাটবে বাজি!
ধোঁয়া ধোঁয়া শুধু চারিদিক
আমি কেবল সাজি,
তোমাদের দেহ হবে নষ্ট
হাসবে তখন কাজী!
যথা তথা চলছে চলুক
সামলে থেকো মাঝি,
অকালে কালের গর্ভে
পড়বে কেবল পাজি!
আমি সংহার, সিগারেট
নয়কো বিধর্মী গাজী,
নিভে যাওয়া দীপ জ্বালি
চিনেছ আমারে আজই!