(যুগ্ম কথায় গীতি কবিতা লেখার চেষ্টা করলাম)
ও সখী চল নারে তুই আমার সাথে
সবুর কর নাগর তুমি যাব রাতে,
সবুর আমার হয় না সখী
রাতের বেলায় কম দেখি -
'ওমা, সে কী!'
বল এখন যাবে নাকি।
তুমি করলে চুরি মন আমার
আজ তোমায় নিয়ে হব পার,
না না না, যাব নাগো যাব না
ওই চুনকালি মাখবো না -
'ও বাবা, করি কি!'
মনের কথা বোঝো নাকি।
বাঁধব মোরা সুখের বাসা
তুমি আশা-ভালোবাসা,
তবে) পালিয়ে কেন করবে সাদি
আমার দাদি নয় সে বাদী
'তাই নাকি'! 'সত্যি বলছি' -
আমি রাজি, ডাকো কাজি
করবে সাদি, রাখো বাজি
সবুর কর দাওয়াত বাকি।