আমি শুনেছি আমার মা খুব কাঁদত
যখন আমি তার গর্ভে পদাঘাত করতাম
যখন আমি টলমল পা'য়ে পড়ে গিয়ে আঘাত পেতাম
যখন আমি খিদের জ্বালায় চিৎকার করতাম
অথচ মুখ ফুটে কিছু বলতে পারতাম না,
আর আজ আমি খেতে পারি নিজে
পরতে পারি নিজের ইচ্ছেমত
যেখানে খুশি যেতেও পারি
মা'য়ের শেখানো ভাষায় কথা বলতে পারি,
অথচ মা'কে দু'মুঠো খেতে দিতে
ভাইয়ে ভাইয়ে মা'কে ভাগের মা করি
মা'য়ের অপমান মুখ বুজে সহ্য করি
বিদেশের হাতে মা'কে তুলে দিয়ে
নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি!