লেখাপড়া বিবস্ত্র
রাজনীতিই অস্ত্র
বুঝতে পারি বেশ - সবকিছু শেষ!
নেই কোন আশা
প্রেম-ভালবাসা
বুঝতে পারি বেশ - সবকিছু শেষ!
আড্ডা-শুঁড়িখানা
যেতে নেই মানা
বুঝতে পারি বেশ - সবকিছু শেষ!
পিতা-মাতা ফালতু
সেপারেশনে হালতু
বুঝতে পারি বেশ - সবকিছু শেষ!
দাবার বোড়ে চলে
চোরচোট্টার ছলে
বুঝতে পারি বেশ - সবকিছু শেষ!
হালের গরু কৈ
নেপোয় মারে দৈ
বুঝতে পারি বেশ - সবকিছু শেষ!
তেলা মাথায় তেল
জলের দামে সেল
বুঝতে পারি বেশ - সবকিছু শেষ!
লাল-নীল বল
ভাঁড়ই সম্বল
বুঝতে পারি বেশ - সবকিছু শেষ!
দিন শেষে রাত
রক্তে রাঙা হাত
বুঝতে পারি বেশ - সবকিছু শেষ!