সহযাত্রী বন্ধুর বিবাহের উপহার স্বরূপ
(প্রীতম ও পিউ)
হিমেল হাওয়া শীতের কাঁপন হাসে মিঠে রোদ
তোমার সাথে গাছের ছায়ে একলা অনুযোগ।
দূরে কোথাও বাজছে সানাই, হচ্ছে বন্ধন
আশির্বাদ-আপ্যায়ন সাথে প্রেম নিবেদন।।
ঝরাপাতার শুনছি গান, গুনছি প্রহর
ভালোবেসে হাত বাড়ালে, বন্ধু মোহর।
যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব
তুমি-আমি চিরজীবন এই কথাটি কব।।
জোয়ার-ভাটায় দুলবে তরী, জাগবে হিল্লোল।।
গোপন কথার চাবিকাঠি পরিণয়ে দোদুলদোল।।