এসেছে প্রভাত আপন করে
ডাকছে তোমারে ঊষা,
মিলন খেলা খেলতে এসো
ঘুচিয়ে সকল নিশা।
হৃদয় তখন উঠল নেচে
গাইল প্রভাত গান,
একই সাথে বনের পাখি
ধরল কলতান।
সুরের আবেশ ছড়িয়ে গেল
জাগল সকল বিশ্ব,
সবাই আপন - সেবাই ধর্ম
নিখিল ভারত শ্রেষ্ঠ।
হিংসা-লিপ্সা করব ত্যাগ
মানুষ হতে শিখব,
রবির কিরণ বুঝিয়ে দিল
প্রেমের কথা বলব।