আবারও একটা দিন
আরও আরও জীবন
জীবন চলেছে শবের মিছিলে…
মিছিলের যাত্রীরা সবাই মৃত
এখানে কেউ কারুর জন্য নয়
তবুও এরা সকলেই মিছিলে…
রোদমাখা বাতাসে ভাসে ভয়
কারুর কাঁধে নেই কোন বোঝা
চোখে নেই জয়-পরাজয়…
তবে কি হার মেনেছে মানুষ
হার মেনেছে আধুনিক বিজ্ঞান
সূর্যাস্তের পর নেই কি সূর্যোদয়…!