অক্ষরে অক্ষরে ঠোকাঠুকি
এলোমেলো শব্দের আঁকিবুঁকি
কলম হাতে কবি আজ দুখী।
দিন-রাত বারোমাস একা
মাঝে মাঝে পায় যার দেখা
সে কি কবিতা, তাই এ লেখা!
থেমে গেল কত কথা
কবি তবু রবে হেথা
শব্দ শব কাঁদে একা।
* কবি অচিন্ত্য সরকার-এর অকাল প্রয়াণে মর্মাহত।