ক'দিন ধরে ডান চোখের পাতা নাচছে
পুবের কোণে হাল্কা কালো মেঘ ভাসছে
ফুল বাগানে হলুদ গাঁদার কুঁড়ি ভরেছে
সত্যি, সত্যি-বলছি, তোকে মনে ধরেছে!
ছুটির দিনে হঠাৎ করে আসবি কাছে?
যখন তোর সময় হবে, সকাল বা সাঁঝে!
তোকে নিয়েই লিখবো কথা গল্প ধাঁচে
মিথ্যে-মিথ্যে নয়, থাকবি হৃদয় মাঝে।
যদি মন্দ কথা বলে লোকে, বয়েই গেছে-
অনুরাগে গাইব খেয়াল, থাকবি কাছে।
শুনছ নাকি, ফোঁটা ফোঁটা বৃষ্টি এখন পড়ছে
দেখছ, রামধনু সাত রঙে ঝিলমিলিয়ে হাসছে
হাঁসের পালক মাথায় দিয়ে সাঁওতালীরা নাচছে
সত্যি-মিথ্যে জানিনে, ভালোবাসতে ইচ্ছে করছে!