আমি কিছু বলতে চাই
আমাকে বলতে দেওয়া হোক-
কে শোনে কার কথা!
ওরা শোনে না বিবেকানন্দ
ওরা পড়ে না রবীন্দ্রনাথ
ওরা জানে না বিভূতিভূষণ।
তারা দেখে কার্টুন ছবি
তারা জানে জ্যাকি চ্যান
তারা বোঝে পপ গান।
সুযোগ এলো অনেক পরে
কি যেন বলতে চাইছিলাম-
ভুলে গেছি, শুধু মনে আছে
"আপনি বাঁচলে বাপের নাম"!