বসন্তের গান থেমে গেছে অনেকক্ষণ
বেহাগের সুরে ভেসে গেছে সন্ধ্যা --
দিনের আলো আর রাতের আলেয়া
পরস্পরকে আলিঙ্গন করে শেষবার,
নিশ্চুপ নিবিড় মোহনার চোরা স্রোত
আছড়ে পড়ে বারংবার সন্ধ্যা তারায়।
সমীরণ খুঁজে ফেরে সেই চেনা ঋজুরেখা
প্রতিক্ষার শেষ প্রহর জ্বালে ভালোবাসা
আকঙ্খার মেঘ সরে সরে যায় বালুতটে,
এলোমেলো স্মৃতির কাঁটায় অক্ষত প্রেম
ছায়াপথ ধরে এগিয়ে চলে ভবিষ্যতে --
সন্ধ্যাতারা চিরকাল জেগে থাকে শূন্যে!