চোখের ভাষা শিখিনি পড়তে
মনের কথা পারিনি বলতে
তবুও আছি আজও
থাকব চিরকাল।
আজও কথা হয় দূরে দূরে
কথা নয় সে তো সুরে সুরে,
অচেনা আলোর পরশ মেখে
খেয়ালী মনের কোণের বাহিরে।
পথ বেঁধেছিল আপন দোলায়
স্বপন এসেছিল সুনীল খেলায়,
আপন হতে আপনারে চিনেছি
এখন বিদায় বাঁশি কে বাজায়!
কিছু কথা ছিল মনে যা বলার নয়
জানি হৃদয় হতে হৃদয় কথা কয়,
ফিরে ফিরে আসে সে বারতা আজ
রিক্ত হৃদয়ে দক্ষিণা বাতাস বয়।
চোখের ভাষা শিখিনি পড়তে
মনের কথা পারিনি বলতে
তবু গেয়ে যাব গান
স্বরলিপি নাই বা থাক!