অনুসরণ,
নয় অনুকরণ
ভজ সাধন।

কর্ম জীবন,
অর্পিত দেহমন
মিলাবে ধন।

বিশ্বাসে সবে,
হোক না কলরবে
মানুষ তবে।