পদ্মপাতায় মোটা চালের ভাত
শুঁটকি মাছের ঝাল আর
তেঁতুল পাতার টক
চেটে চেটে খায় ওরা।
সকাল থেকে সন্ধ্যা
এ-গ্রাম থেকে ও-গ্রাম
গরুর গাড়িতে বোঝা
সন্ধ্যা প্রদীপ জ্বেলে
একবারই অন্নগ্রহণ।
খ্যাতি-যশ-অর্থ কিছুই নাই
আছে শুধু চিলতেখানি ঠাঁই
দুখের মাঝে মিলে ভাই-ভাই।
তবে আমরা কেন ছুটছি এতো
অর্থ-যশ-খ্যাতি কি যে চাই আর
ভাই-ভাই ঠাঁই-ঠাঁই নিজের মতো
তাই সর্বহারা হই যেন আরবার!