যে যেমন থাকতে চায় থাকুক
তাতে যদি পোনা মরে মরুক,
বন্ধ দরজা ধাক্কা মেরে ফিরুক
লাভ-ক্ষতি নিয়েই পেট ভরুক।

কারণ বা অকারণ কিছু বলুক
ভালো-মন্দ নিয়ে দিন চলুক,
সময়ের কাঁটা দুলছে দুলুক
সোনার বাংলা তোমার মুলুক।

ইচ্ছে যেমন তেমনই করুক
বলতে নেই, বলতে ভুলুক
আদিখ্যেতা সবাই দেখুক
নষ্টামিতে নাচলে নাচুক।

পরের কথা শুনলে শুনুক
ধর্মের কল বাতাসে নড়ুক,
তোমার মতে মত না মিলুক
তবু, ধ্বংস হতে সৃষ্টি খুলুক।