এখানে যদি না হয় - না হোক
তবে অন্য কোথাও, অন্য কোনখানে
চলে যাবো আমরা
চলে যাবো চেনা-অচেনায়,
দেখা হবে জেনে কিছুক্ষণ কিছুসময়
ভালোবাসা মেখে ফিরবো সন্ধ্যায়
তারপর অপরূপা কবিতা হয়ে
কথা বলবে আবার কানে কানে।
তুমিতো জানো, তুমিতো বোঝো
চলাচল... যাওয়া-আসা....
ক্ষণিকের ভালোবাসা
রৌদ্রছায়ায় তোমারই আসন পাতা।
যা কিছু ঠুনকো, যা হবার নয়
ওই শোন সাগরতীরে পাড় ভাঙে,
আবার গড়ায় নোনা জল
বালুকাময় নীড়ে জাগে প্রেম চিরকাল!