আমি জানতাম বৃষ্টি আসবে
ঘনকালো মেঘে ছেয়ে যাবে আকাশ
রাঙামাটিতে জল ঢালবে বাদল,
তাই সারাক্ষণ তোমায় ভেবে
বৃষ্টি এলো চোখের তারায়
বৃষ্টি এলো সহস্র ধারায়,
হৃদয় বানে ভাসলো প্রেম
বিচ্ছেদের মরুপথে ত্যাগ-
আপন হতে আপনারে আজ
বহিরঙ্গন সাদা মেঘের ভেলায়।