সূর্যোদয় থেকে সূর্যাস্ত দীর্ঘ সময়
পথ অতিক্রম করার পর
ক্লান্ত পথিক চায় একটু অবসর
চায় ক্ষণিক সুখের শীতল বাতাস
চায় উত্তরসূরীর অবলম্বন,
চোখ ফুটে উড়ে গেছে যারা
তারা এখন ফেরারী স্রোতে -
ভাঙছে পাথর ভাঙছে পাহাড়
ভাঙছে নদীর একুল ওকুল
গঙ্গা আজও বয়ে চলেছে অবলীলায়,
স্রোতে ভাসমান ময়লা মানুষ
ময়লা মেখে চোরা স্রোতে নিমজ্জিত,
তবুও আগামীর সূর্য রঙীন হবে
অন্ধকার মুছে আলোর ঠিকানায়!