(৭)
যোগ বিযোগ
সবকিছু নিমিত্ত
ত‍্যাগ ও ভোগ।
(৮)
দোষ ও ত্রুটি
কর্ম যজ্ঞে আহুতি
ক্ষণ ভ্রুকুটি।
(৯)
লাভ ও ক্ষতি
বেহিসাবে দুর্গতি
গতি প্রগতি।
(১০)
ন‍্যায় অন‍্যায়
বিচারক তো তুমি
তোমার দায়।