(গীতি কাব্য)

ভজ তুমি ঈশ্বর-আল্লা
রাম-রহিম জন
যেতে হবে একই পথে
থাকবে পড়ে ধন।

কর্ম পথে মানব মহান
কর্ম কর মন
কর্ম শেষে বিচার হবে
কে আপনজন!

দলাদলি হিংসা যাক দূরে
মিলন বাঁশি বাজুক সুরে,
গাইব গান রাখব মান
প্রেমের জন্য জীবন দান।

একই রক্ত বইছে দেহে
কর্ম প্রতিক্ষণ
বিভেদ হীন গড়বো দেশ
যাক দূরে রণ।