সে যে খুব ভালো ছেলে
সদা থাকে খুশি মনে,
ওরা নয় বাজে ছেলে
আড়ি কেন জনে জনে?
ভয় কিসে লিখে যাও
সুর সাথে গেয়ে নাও,
বেড়া তুমি ভেঙে দাও
মাঝি তুমি তরি বাও।
কটু কথা বলে যদি
নেই তাতে কোন ক্ষতি,
ভালো কিছু করা চাই
দূরে যাক অবনতি।
দেশ কাল পাত্র
হোক না বিভক্ত,
বাঁধা আছি হৃদি মাঝে
ভাঙা বেশ শক্ত।
আমি আছি তোমা মাঝে
এক সুরে বীণ বাজে,
জেনে রেখো মোরা ভাই
দেশ গড়ি কথা কাজে।
মা'যে হয় মৃন্ময়ী
ভালোবাসা হেথা পাই,
স্বদেশের সম্মান
যুগে যুগে রাখা চাই।