যা বলার বলতে দাও ওদের
আমরা আমাদের কাজ করবো
যেমন ধরুন তোলাবাজি রকবাজি
গুলবাজি ডিগবাজি মিথ্যে প্রতিশ্রুতি
যত ইচ্ছে ফিতে কাটা হবে
হবে নৈশভোজের আয়োজন
সবুজ পত্রের আড়ম্বরপূর্ণ উদ্বোধন
তারপর যতখুশি বক্তৃতার ফুলঝুরি
নেতা-নেত্রীদের বন্টননামা
আর সাতে-পাঁচে হাঙ্গামা
সাথে উপবাস রোজা গানা
খাই খাই পাই দিয়ে চলছে দল
ধনেজনে দিব্যি আছে বাহুবল
আমজনতা এখন পাবে আম
বোতাম টিপে দিয়েছে তার দাম
এখন চাই কাম, দেখিনা বাম-ডান
বলছে যা বলুক ওরা, দিইনা কান।