পুবে-পশ্চিমে রোদের আনাগোনা
উত্তর-দক্ষিণে বইছে মলয় বাতাস
তুমি-আমি একসাথে একপথে,
ঘূর্ণিঝড় বা তুফান যাই আসুক
যত বাঁধা হাতছানি দিক না কেন
তবুও পথের সাথীকে সঙ্গী করেই
পথ চাওয়া আর পথ চলা আমাদের,
তাতে যদি কিছুটা সময় নষ্ট হয়ে যায়
যাক্ না, কতটুকু ক্ষতি হবে তোমাদের?
আগামীর প্রভাত নিয়ে আসবে সূর্যদয়
সময়ের অনুক্ষণে ক্ষুধার্ত মলয় খেলিবে
প্রতিদিন প্রতিক্ষণের মঙ্গল বারতায়।