প্রথমেই জানাই আসরের সকল কবি, পাঠক, শুভানুধ্যায়ী এবং শ্রদ্ধেয় এডমিন মহোদয়কে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজই “বর্ষবরণ ১৪২৪” সংখ্যা, উৎসবে মাতি ই-পত্রিকা প্রকাশের দিন। আসরে থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি, পেয়েছি সহযোগীতা, পেয়েছি সহমর্মিতা। সমষ্ঠিগতভাবে সৃষ্টি করলাম “উৎসবে মাতি”। আপনাদের সহযোগীতা ও পরিশ্রমের ফসল হিসাবে আপনাদের হাতে তুলে দিলাম “বর্ষবরণ ১৪২৪”। এবারের সংখ্যায় ৫০ জন কবির লেখা পেয়েছি, যেগুলি প্রতিটিই পত্রিকায় অন্তরভুক্ত করা হয়েছে।
পত্রিকার প্রচ্ছদ দেখে ই-পত্রিকাটি ডাউনলোড সহজে করতে হলে - আমার "বই" বিভাগে গিয়ে "বইটি কিনতে চাইলে" এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলুন।
পত্রিকার লিঙ্কটি হল –
https://drive.google.com/file/d/0B2Fj_BXxuTRRR0EwQ3UtOHktNlE/view?usp=sharing
অথবা ডাউনলোড করে নিন, নিচের ই-মেল থেকে ...
ID : kobitabachhai16@rediffmail.com
Password : 1234567
লিংকটি মন্তব্যের ঘরেও দেওয়া হল।
সবাই ভাল থাকুন। নববর্ষে আনন্দে মেতে উঠুন। বাংলা কবিতায় থাকুন।