তুমি বলেছিলে
প্রেমের দোলায় দুলিয়ে
নিয়ে যাবে আমাকে
সব পাওয়ার দেশে।
যখন এলাম
তখন তুমি কার?
তোমাকে দেখি শতরূপে -
তুমি আপন হতে আপনারে ভুলে
গিয়েছ কোন্ সে সুদূর!
ফিরে আসি
আপন গৃহের নিভৃতে
শতদল হয়ে ফুটি
তোমারই সকাশে আমি।
এ কি বিস্ময়!
তুমিই ঢালিলে ধারা
ফোটালে কুসুমকলি
আঁধারে আলোতে,
আমি দিবস রজনী
মানি শুভ্রকান্তি পয়স্বিনী।