কবির হাতে কলম
সৃষ্টি হয় কবিতা,
ব্যথার জন্য মলম
মানস সাথে সবিতা।
মনের ঘরে অলক
মেলল যবে পাখনা,
দেখায় নিতো ঝলক
মনের সুপ্ত আয়না।
সুরের ধ্বনি ছড়ায়
আপন করে দোলায়,
হৃদয়ে আজ জড়ায়
পথিক প্রেমে ভোলায়।
সকল আশা সাধন
করতে হবে যতন,
হৃদয় মাঝে রতন
উঠবে জেগে মাতন।