মনের গভীর থেকে গভীরতম স্থানে
তুমি আছ, একান্ত ব্যক্তিগত --
দিন-রাত্রির শহর তোমার রূপে সাজে
আমি নির্বাণ নিস্পৃহ মৌন ব্রত।

তোমার উপেক্ষা, তোমার ভালোবাসা
আজ সীমাহীন নীলাকাশশোভিত,
স্বচ্ছ ধারার মত প্রবহমান কপোতাক্ষ
জনহীন রূপছায়া সৌরভে অরিত্র!

সেই দৃষ্টি আজও আমার পোড়ামাটির
বাসরে সাজায় সংসার, জীবন যুদ্ধ
আমার শিরায় প্রবাহিত উষ্ণ রক্তস্রোতে
তুমিতো ছিলে, আজ বহুদূরে রূদ্ধ!

আমি আর শুনতে চাই না কোন সঙ্গীত
লিখতে চাই না কোন কাব্যকথা,
উপমা হয়ে থেকে গেছ শুধু চিরদিন
আজ কেবলই অন্তরের ব্যথা।

............
এই কবিতায় ব্যবহৃত শব্দের কিছু অর্থ:-
নির্বাণ = মোক্ষ
নিস্পৃহ = বিমুখ
রূপছায়া = প্রতিফলন
অরিত্র = হাল
দৃষ্টি = ছায়ামূর্তি
উপমা = প্রতিরুপ