লিখবো বোলে লেখা হয়নি
তোর মুখটা আজও কাহিনী
প্রেম ছিলো সে কি বোঝেনি?
গাইবো জেনে গান ধরেনি
আমার সুরে সুর মেলেনি
তবু প্রেম কি তারে চায়নি?
বাঁধবো বোলে বাঁধা যায়নি
মায়ার বাঁধে বাণ ডাকেনি
চোখের জলে প্রেম আসেনি?
দুখের শেষে সুখ হাসেনি
পোড়া কপাল মন মানেনি
দুর্লভ প্রেম মান ভাঙেনি!