(শীঘ্রই ভাঙা হবে তাজমহল, তৈরি হবে ‘তেজ-মন্দির’, - নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৪:০০ | শেষ আপডেট: ৬ ফেব্রুয়ারি, ২০১৮,১২:২৪:১৭ ইতিহাসের আগ্রায় নতুন ইতিহাস তৈরি হবে কি!)

মাননীয় শুভবুদ্ধিসম্পন্ন ভদ্রমহোদয়গণ
আমি ইতিহাস কথা বলছি -
তাজমহলের অন্তর থেকে
না, মমতাজ নই
নই আমি নিধিরাম
আমি এক কঙ্কাল
যুগ যুগ ধরে এখানেই আছি।
সম্রাট শাহজাহান, আপনি কি খুব ভালোবাসতেন
আপনার রাণি মমতাজ বিবিকে?
তাজমহল কি আপনার সৃষ্টি -
আপনি কি তৈরী করেছিলেন প্রেমের প্রতীক?
না কি দান গ্রহণ করেছিলেন
রাজপুত্র রাজা মান সিংহের ?
এই তর্কে আমি নেই -
ইতিহাসের পাতায় আপনি আজ ছবি
প্রমাণ মেলে না আজ আর
তবে আমাকে বন্দী করলো কে বা কারা?
সেনানীর পদছাপও আজ লুপ্ত
নেই কোন পাথরের বিগ্রহ
শিব শংকরের নামাঙ্কিত শিলাও নেই
তবে কি তাজমহল হারিয়ে যাবে অতীতে
ইতিহাসের পাতায় মুকুটহীন হয়ে পড়ে থাকবে
তাজমহল না তেজমন্দির!
ধ্বংসের ছবি আঁকার আগে একবার ভেবে দেখো তোমরা
হয়তো প্রত্নতত্ত্ববিদ হবেন হয়রান,
মাথার ঘাম মুছে তিনি কি বলবেন না -
এ আমাদের ঐতিহ্য, আমাদেরই জাতীয় সম্পদ
আমাদের প্রেম, আমাদেরই প্রীতির পূজা!