না
কথা
বলার
কিছু নেই,
কথা তো চাই
শব্দ হল ব্রহ্ম।
মালা গাঁথি শব্দের
সে তো তোমারই জন্য,
নৈবেদ্য সাজিয়ে অপেক্ষা
দেবী দর্শন ও দৃষ্টিপাত --
প্রশান্তি লাভের আশায় থাকা,
অনুরাগে অভিমানে উপেক্ষায়
অতীত মুছে দাও প্রেম, দাও বাণী
আমি নগন্য প্রাণ এক, চাই অনুকম্পা।