আগামীকাল অপেক্ষা করছে মনকে রাঙিয়ে দেবে
সোনা-রোদমাখা একটি দিন,
ফুলের মধু চয়নে ভ্রমর যেমন
বৃষ্টিপাতের পর রামধেনুর সাত রঙ যেমন
হঠাৎ করে ভালোবেসে ফেলার মতন
শুচিস্মিতা হাসবে চিরদিন।

কত কথা, কত কাব্য, কত প্রেম
সময়ের তারে পড়বে বাধা
যেতে হবে জেনেও মন যেতে না চায়
সময় হয়েছে এখন, ক্লান্তি মুছে যাত্রা শুরু
পলকপ্রাতে ভাঙবে ঘুম
আগামীকালের অপেক্ষায়... মনকে রাঙিয়ে নেব!